‘সাংসদ-বিধায়কের উপর হামলা অত্যন্ত লজ্জাজনক!’ তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে তীব্র নিন্দা মিঠুন চক্রবর্তীর

উত্তরবঙ্গের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে তীব্র নিন্দা করেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একই সঙ্গে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসার আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছেন।

‘বন্যাদুর্গতদের সাহায্য না করে তৃণমূল হিংসা করছে’
মঙ্গলবার নিজের একটি ভিডিও বার্তা প্রকাশ করে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা ও কর্মীদের উত্তরবঙ্গে বন্যা ত্রাণে কাজ করার আহ্বান জানান।

মিঠুন চক্রবর্তী বলেন, “যেভাবে আমাদের সাংসদ (খগেন মুর্মু) এবং বিধায়ক (শঙ্কর ঘোষ) আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত লজ্জাজনক। বন্যাদুর্গত মানুষদের সাহায্য করার পরিবর্তে, টিএমসি হিংসার আশ্রয় নিচ্ছে। আমি আমার বিজেপি সহকর্মীদের বলতে চাই, আপনারা জনগণের পাশে থাকুন এবং ত্রাণকাজে সাহায্য করুন।”

শুভেন্দু অধিকারীর ‘আতঙ্ক’ তত্ত্ব
এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হামলার ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন। এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘পুরোপুরি আতঙ্কিত’ কারণ তিনি বুঝতে পেরেছেন যে দুর্যোগের সময় তাঁর ‘সেলিব্রিটিদের সঙ্গে কার্নিভালে নাচার’ অমানবিক কাজকে মানুষ ঘৃণা করেছে।

এর বিপরীতে, বিজেপির নেতারা মাঠে নেমে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য কাজ করছিলেন।

শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী এখন ‘বিশেষ সম্প্রদায়ের’ গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন এবং বিজেপি সাংসদ ও বিধায়কদের উপর আক্রমণ করার জন্য উস্কানি দিয়েছেন যাতে তাদের ত্রাণ কাজে বাধা দেওয়া যায়।

শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, “সাংসদ শ্রী খগেন মুর্মুর উপর আজ নৃশংসভাবে হামলা করা হয়েছে এবং নাগরাকাটাতে তাঁর রক্তাক্ত আঘাত লেগেছে… বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের গাড়িতেও পুলিশের উপস্থিতিতে হামলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বিজেপিকে ভয় দেখাতে পারবেন না।”

পশ্চিমবঙ্গ সরকারের কাছে কেন্দ্রের রিপোর্ট তলব
এদিকে, বিজেপি সাংসদের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। লোকসভা সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রককে (MHA) একটি চিঠি লিখে ভারতীয় জনতা পার্টির সাংসদ খগেন মুর্মুর উপর সাম্প্রতিক হামলার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটি ‘তথ্যভিত্তিক নোট’ চেয়ে পাঠাতে অনুরোধ করেছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংসদ খগেন মুর্মুর মাথায় গুরুতর আঘাত লাগে। বিধায়ক শঙ্কর ঘোষও একই সময়ে ত্রাণসামগ্রী বিতরণের সময় হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন।