দার্জিলিংয়ে ধস-বৃষ্টির তাণ্ডব, শিশু পুত্র-কন্যাকে নিয়ে দুর্যোগে আটকে অভিনেত্রী মানসী সেনগুপ্ত

উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি বিপর্যয়ের মধ্যে আটকে পড়েছিলেন টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও তাঁর পুরো পরিবার। সাত মাসের ছোট ছেলে অধ্যায় ও মেয়ে আদ্রিয়া-কে নিয়ে দার্জিলিং সফরে গিয়ে প্রকৃতির ভয়াল রূপের শিকার হতে হয় তাঁদের। কোনও রকমে বিপদ কাটিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে নামেন অভিনেত্রী।
১০ ঘণ্টা লেগে গেল গন্তব্যে পৌঁছতে!
সম্প্রতি ছেলের অন্নপ্রাশন সেরে মানসী তাঁর পুত্র, কন্যা এবং বোন রাইমা সেনগুপ্তকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত দার্জিলিংয়ে রেকর্ড বৃষ্টি (২৪ ঘণ্টায় ২৬১ মিলিমিটার) শুরু হওয়ায় ঘোর বিপদে পড়েন তাঁরা।
মানসী সেনগুপ্ত ইটিভি ভারতকে জানিয়েছেন, দুটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে এই প্রবল বৃষ্টির মধ্যে তাঁরা বেশ বিপাকে পড়েন। তাঁর কথায়, এত বৃষ্টি তিনি এর আগে কখনও দেখেননি।
কার্শিয়াং থেকে তাকদা যাওয়ার জন্য তাঁদের ১০ ঘণ্টারও বেশি সময় লেগে যায়।
প্রবল বৃষ্টি ও ধসের কারণে রাস্তায় আটকে পড়তে হয় তাঁদের।
সবচেয়ে বড় সমস্যা ছিল যোগাযোগ বিচ্ছিন্নতা এবং না খেয়ে কাটাতে হয়েছে বেশ কিছুটা সময়।
মিরিকের রাস্তা এবং পাহাড়ে ওঠার রোহিণী রোড রবিবার থেকে বন্ধ থাকায় তাঁদের অসুবিধা আরও বাড়ে।
মঙ্গলবার রাতে ট্রেন, বুধবার ঘরে ফিরছেন
তবে সব বিপদ কাটিয়ে মঙ্গলবার কোনোমতে পাহাড় থেকে শিলিগুড়িতে নামেন অভিনেত্রী ও তাঁর পরিবার। রাতে তাঁদের কলকাতার ট্রেন ধরার কথা। অর্থাৎ, বুধবারেই নিজের বাড়িতে ফিরতে পারছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও তাঁর পরিবার। প্রকৃতির ভয়াবহতা দেখে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।