পুকুরের জলে ভাসমান দেহ দেখে শোরগোল পুরুলিয়ার নেওডি গ্রামে, রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ

পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত নেওডি গ্রামে মঙ্গলবার সকালে একটি পুকুরের জলে ভাসমান অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পেয়ে মুহূর্তে শোরগোল পড়ে যায়। এই রহস্যজনক ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেহ উদ্ধার ও সনাক্তকরণ
এলাকার বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেয় বলরামপুর থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গুহিরাম পরামানিক, বয়স আনুমানিক ৫১ বছর। তাঁর বাড়ি নেওডি গ্রামেই।

কীভাবে ঘটল এই ঘটনা?
পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎই তাঁদের কাছে খবর আসে যে গুহিরাম বাবুর দেহ পুকুরের জলে ভাসছে। এই ঘটনা কীভাবে ঘটলো, তা পরিবারের কাছেও পরিষ্কার নয়।

পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার রহস্য উন্মোচনে বলরামপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।