দুর্গাপুজোর পরই ফের ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ, জেনেনিন কবে, কোথায় হবে মহারণ?

পুরুষদের এশিয়া কাপে পাকিস্তানকে টানা তিনবার হারিয়ে জয়ের হ্যাটট্রিক করার পর, এবার ২২ গজে ক্রিকেটের সেই চিরকালীন উত্তাপ ফিরতে চলেছে নারী ক্রিকেটে। ছেলেদের মতো এবার স্মৃতি মন্ধনাদের সামনে প্রতিপক্ষ পাকিস্তান। সকলের নজর এখন মেয়েদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের দিকে, যেখানে আগামী ৫ অক্টোবর ফের একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
রুদ্ধশ্বাস এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। ৫ অক্টোবরের এই ম্যাচ ঘিরেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের পুরুষ ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে যে বিজয়রথ শুরু করেছে, মেয়েদের দলও কি সেই ধারা বজায় রাখতে পারবে? সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, এই বহু প্রতীক্ষিত ম্যাচের আগে ভারত এবং পাকিস্তান, উভয় দলই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলে ফেলবে। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ রয়েছে মঙ্গলবারই (১ অক্টোবর)। মেয়েদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।
গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ দিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তা সহজে থামেনি। পাহাড়গাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। লেজেন্ডস লিগেও হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা ভারত-পাক ম্যাচে না খেলার দাবি তোলায় ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছেও টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিল। তবে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতিদের মতে, দুই দেশের ক্রিকেট নিরপেক্ষ কোনো দেশে আয়োজন করা নিয়ে তেমন কোনো সমস্যা নেই।
ছেলেদের পর এবার মেয়েরা পাকিস্তানকে পরাজিত করে নতুন কোনো বিতর্ক তৈরি করে নাকি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলার বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।