ওড়িশায় মর্মান্তিক ঘটনা, ঘুমন্ত সহপাঠীদের চোখে ফেভিকুইক লাগাল ছাত্ররা, ৭ জন হাসপাতালে ভর্তি

ওড়িশার কান্ধামাল জেলার সালাগুড়া সেবাশ্রম স্কুলের হোস্টেলে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একদল ছাত্র ঘুমন্ত অবস্থায় তাদের আটজন সহপাঠীর চোখে ফেভিকুইক লাগিয়ে দেয়। এর ফলে আটজনেরই চোখ আটকে যায় এবং তারা গুরুতর আহত হয়। তাদের মধ্যে সাতজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ

শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। যখন হোস্টেলের অন্য ছাত্ররা ঘুমিয়ে ছিল, তখন কিছু দুষ্টু ছাত্র তাদের চোখে আঠা লাগিয়ে দেয়। চোখ আটকে যাওয়ায় তারা চোখ খুলতে পারছিল না। প্রাথমিকভাবে তাদের গোচ্ছাপাড়া হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফুলবনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আঠালো পদার্থটির কারণে ছাত্রদের চোখের ক্ষতি হয়েছে। তবে সময়মতো চিকিৎসার ফলে মারাত্মক কোনো বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আটজন ছাত্রের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হলেও বাকি সাতজন এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

তদন্ত ও পদক্ষেপ

এই ঘটনার পর জেলাশাসক তৎক্ষণাৎ স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহুকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ জানতে চাইছে, কেন ছাত্ররা এমন কাণ্ড ঘটাল। একই সঙ্গে, হোস্টেলের ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটল, সে বিষয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ার্ডেন, সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য হোস্টেল কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।