ট্রেনে উঠতেই হঠাত্ পেছন থেকে একটা হাত…ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে?

আর ক’দিন পরেই দুর্গাপুজো, তার আগে বাঙালির অন্যতম প্রিয় উৎসব রান্না পুজো। আর এই উৎসব মানেই জমিয়ে ইলিশ মাছের ভোজ। কিন্তু ইলিশের যা আকাশছোঁয়া দাম, তাতে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগছে। তাই কিছুটা সস্তায় ইলিশ মাছ কেনার আশায় মা ও ছেলে মিলে বেরিয়েছিলেন কাকদ্বীপের উদ্দেশে। কিন্তু সেই ইলিশ কিনতে গিয়েই ঘটল এক মারাত্মক বিপদ। ডাক্তারি পড়ুয়া ছেলের চোখের সামনেই চলন্ত ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার কুলপি স্টেশনে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কুলপি স্টেশনে ছিনতাইয়ের শিকার মা ও ছেলে
বারুইপুর পৌর এলাকার এক বাসিন্দা তার ডাক্তারি পড়ুয়া ছেলেকে নিয়ে কাকদ্বীপ গিয়েছিলেন ইলিশ মাছ কিনতে। সেখান থেকে আপ কাকদ্বীপ-শিয়ালদহ লোকালে ফিরছিলেন তাঁরা। ট্রেনের একটি জেনারেল কামরার গেটের কাছেই বসেছিলেন মা ও ছেলে।
হঠাৎই ট্রেনটি কুলপি স্টেশনে ঢোকার সময় এক দুষ্কৃতী আচমকা ওই মহিলার গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায়। ছেলের সামনেই এই ঘটনা ঘটায় মা ও ছেলে দুজনেই হতবাক হয়ে যান। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে তাঁরা ট্রেনটি থামার পর কুলপি জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুজোর আগে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।