“‘আমাকে বাঁচান, প্লিজ় দেশে ফেরান!…”, নেপালের পোখরায় আটকে ভারতীয় তরুণীর আকুতি!

নেপালের রাজনৈতিক অস্থিরতার জেরে চরম সঙ্কটে পড়েছেন অনেক পর্যটক ও পেশাজীবী ভারতীয়। তেমনই একজন হলেন উপাসনা গিল, যিনি নেপালের পোখারায় একটি ভলিবল লিগের সঞ্চালনার কাজে গিয়ে আটকে পড়েছেন। সেখানকার হিংসাত্মক পরিস্থিতি থেকে বাঁচতে কাঁদতে কাঁদতে একটি ভিডিও বার্তা রেকর্ড করে তিনি সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর নেপালের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

উপাসনা গিল ভিডিওতে বর্ণনা করেছেন পোখরার এক হোটেলে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি বলেন, যখন বাইরে উন্মত্ত জনতা বিক্ষোভ করছিল, তখন তিনি হোটেলের স্পা-তে ছিলেন। আচমকা বিক্ষোভকারীরা হোটেলে ঢুকে পড়ে এবং লাঠি হাতে তাকে তাড়া করে।

আতঙ্কিত উপাসনা জানান, ‘গোটা হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আমার সব জিনিসপত্র, যা হোটেলের ঘরে রাখা ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্পা-তে ঢুকে লাঠি হাতে আমাকে তাড়া করে ওরা। কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি।’

পর্যটকদের উপরও হামলা
উপাসনা জানান, নেপালে এখন পর্যটকদেরও রেহাই দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘এখানকার পরিস্থিতি খুবই খারাপ। সর্বত্র রাস্তায় আগুন লাগানো হচ্ছে। বিক্ষোভকারীরা এখানে পর্যটকদেরও রেহাই দিচ্ছে না। কে পর্যটক বা কাজের জন্য এসেছে, কেউ তার পরোয়া করে না।’

ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে উপাসনা বলেন, সব কিছু হারিয়ে তিনি কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। তিনি ভারতীয় দূতাবাস এবং সরকারের কাছে দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন।

View this post on Instagram

A post shared by Prafful Garg (@praffulgarg)

ভারতীয় বিদেশ মন্ত্রকের নির্দেশিকা ও হেল্পলাইন
নেপালের এমন অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় বিদেশ মন্ত্রক মঙ্গলবারই একটি নির্দেশিকা জারি করে। ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য দুটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে:

977 – 980 860 2881 (হোয়াটসঅ্যাপ কলও)

977 – 981 032 6134 (হোয়াটসঅ্যাপ কলও)

আশা করা যায়, এই হেল্পলাইনের মাধ্যমে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।