“আমি আবারও বলছি, এই বাংলায়..?”-‘নেপালে’র মন্তব্যে থানায় থানায় অর্জুন সিং-এর বিরুদ্ধে FIR

নেপালের রাজনৈতিক অস্থিরতার উদাহরণ টেনে বিজেপি নেতা অর্জুন সিং সম্প্রতি মন্তব্য করেন, দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থান হওয়া উচিত। তার এই মন্তব্যকে ঘিরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, এই এফআইআরগুলো দায়ের করা হয়েছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে।

তৃণমূলের অভিযোগ, ‘খুনের চক্রান্ত’

অর্জুন সিংয়ের মন্তব্যে ‘খুনের চক্রান্ত’ দেখছে তৃণমূল। পার্থ ভৌমিকের দাবি, অর্জুন সিং ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের দিয়ে যা করাতে চাইছেন, তা গণতন্ত্রবিরোধী এবং সম্পূর্ণ বেআইনি। ব্যারাকপুর মহকুমার বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানরা তার নির্দেশে অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের অভিযোগ, অর্জুনের মন্তব্যের মূল উদ্দেশ্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সহিংস চক্রান্ত উসকে দেওয়া।

অর্জুনের পাল্টা জবাব

তবে এসব এফআইআর নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন অর্জুন সিং। নিজের মন্তব্যে অনড় থেকে তিনি বলেন, “আমি আবারও বলছি, এই বাংলায় গণঅভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত।” তার মতে, তরুণ প্রজন্মের সাহস দেখিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলে এই ধরনের মন্তব্য এবং পাল্টা আইনি পদক্ষেপ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।