পশ্চিম মেদিনীপুর, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, অবরোধ করে বিক্ষোভ

দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ফুঁসে উঠলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রামের কানাইসাগর এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের বাইরে বিক্ষোভ দেখিয়ে গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, প্রশাসনিক আধিকারিক ও বিডিও-কে আটকে রাখেন।
কেন এই বিক্ষোভ?
গ্রামবাসীদের অভিযোগ, এলাকার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এর ফলে নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে বর্ষার সময় রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।
বুধবার গ্রামবাসীরা নিজেদের সমস্যার সমাধানের জন্য ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে এসেছিলেন। কিন্তু সেখানেও যখন তাঁদের দাবি গুরুত্ব পেল না, তখন ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শিবিরের প্রধান গেট আটকে বিক্ষোভ শুরু করেন এবং বিডিও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের বাইরে থেকে আটকে রাখেন। তাঁরা দ্রুত রাস্তা মেরামতের লিখিত আশ্বাস দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি শান্ত করে। কর্তৃপক্ষ দ্রুত রাস্তা সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়।