১০০ কোটির মামলায় কুণালের পাল্টা চাল! মিঠুনের মুখোমুখি বসিয়ে জেরার দাবি

১০০ কোটি টাকার মানহানির মামলা করার পর অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা কৌশল নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, আদালতে এই মামলার মোকাবিলা তিনি ‘রাজীব কুমার মডেল’ অনুসরণ করে করবেন।

কী এই ‘রাজীব কুমার মডেল’?
কুণাল ঘোষ বলেন, আদালতে তিনি আবেদন জানাবেন যেন তাকে মিঠুন চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এই জেরার সময় সিবিআইয়ের একজন অফিসার সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন। কুণালের দাবি, তার কাছে এমন কিছু নথি ও সাক্ষী রয়েছে যা আদালতে উপস্থাপন করলে মিঠুনকে অস্বস্তিতে পড়তে হবে।

উল্লেখ্য, সারদা চিটফান্ড মামলার তদন্তের সময় কুণাল নিজেই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন। সেই অনুযায়ী শিলংয়ে তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয়েছিল।

মিঠুনের অভিযোগ ও কুণালের জবাব
মিঠুনের অভিযোগ, কুণাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার এবং তার পরিবারের বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও কুরুচিকর’ মন্তব্য করেছেন। চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তাকে এবং তার পরিবারকে যুক্ত করার অভিযোগও এনেছেন তিনি। এ কারণে নিজের সম্মান রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন মিঠুন।

অন্যদিকে, কুণাল ঘোষ জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই চিটফান্ড সংস্থা, যেমন সারদা ও রোজভ্যালির সঙ্গে মিঠুনের লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করতে শুরু করেছেন। তিনি আরও বলেন, একসময় মিঠুন তার ‘দাদার’ মতো ছিলেন, কিন্তু এখন এই তিক্ততার জবাব তিনি আদালতেই দেবেন।