“আমেরিকার সঙ্গে সমস্যা, মতপার্থক্য রয়েছে”-মুখ খুললেন জয়শঙ্কর, দাগলেন তোপ

ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপড়েন চলছে, তা এবার প্রকাশ্যে স্বীকার করে নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি না হওয়াই এই সমস্যার প্রধান কারণ। একই সঙ্গে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর আমেরিকা যে ট্যারিফ চাপিয়েছে, তাকে তিনি সম্পূর্ণ ‘অযৌক্তিক এবং নিন্দনীয়’ বলে কটাক্ষ করেছেন।
রবিবার কৌটিল্য ইকোনমিক এনক্লেভ-এ বিদেশমন্ত্রী বলেন, “আমেরিকার সঙ্গে আমাদের কিছু সমস্যা রয়েছে। এর বড় কারণ হলো, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আমরা কোনও সমঝোতায় পৌঁছতে পারিনি। তার জন্যই ভারতের উপরে প্রথম ট্যারিফ চাপানো হয়।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর দুই দফায় ৫০ শতাংশ ট্যারিফ চাপানোর পর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা চরমে উঠেছে। জয়শঙ্কর এই ট্যারিফকে আমেরিকার দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন।
তাঁর কথায়, “আমরা প্রকাশ্যে বলছি, এটা অন্যায়। অনেক দেশই রাশিয়া থেকে তেল কিনছে। কিন্তু তাদের উপরে কোনও ট্যারিফ চাপানো হয়নি।”
বিদেশমন্ত্রীর মতে, আমেরিকা বিশ্বের বৃহত্তম বাজার হওয়ায় বাণিজ্যিক বোঝাপড়া জরুরি। তবে তিনি একই সঙ্গে জোর দিয়েছেন যে ভারতের কিছু ‘রেড লাইন’ রয়েছে, যা নিয়ে আপস করা যায় না এবং সেগুলিকে সম্মান করা উচিত।
জয়শঙ্কর বলেন, “আমাদের অবস্থান খুব স্পষ্ট। এমন কিছু বিষয় থাকে যার সঙ্গে আপস করা যায় না। আমাদের এই রেড লাইনকে সম্মান করতে হবে। ল্যান্ডিং গ্রাউন্ড খুঁজে বের করতে হবে। আর সেই আলোচনাই মার্চ মাস থেকে চলছে।”
তবে বিদেশমন্ত্রী আশ্বস্ত করেছেন যে এই টানাপড়েন চললেও দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনও দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না। তিনি বলেন, “সমস্যা আছে, মতপার্থক্য আছে। তা কেউ অস্বীকার করছে না। কিন্তু আলোচনার মাধ্যমে তার সমাধানও সম্ভব। আমরা সেই চেষ্টাই করছি। সম্পর্ক আগের মতোই রয়েছে, বরং আরও সক্রিয় ভাবে কাজ হচ্ছে।”