শরীরে অ্যালার্জি না থেকেও চুলকানি, জটিল রোগের আভাস! বলছে গবেষণা

সম্প্রতি এক গবেষণার ফল থেকে এমনই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্বের অনেকেই এ সমস্যায় ভোগেন। অ্যালার্জি থেকে চুলকানি না হওয়ায় অনেকে ধরে নেন শরীরের ঘামের কারণে এমনটা হতে পারে।
কিন্তু সমীক্ষা বলছে ভিন্ন কথা। ভ্লাবাতনিক ইনস্টিটিউটের ইমিউনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আইজ্যাক চিউ বলছেন, শুধু অ্যালার্জি বা ঘাম থেকেই শরীরে চুলকানির সমস্যা দেখা দেয় না। জটিল রোগ থেকেও এমন সমস্যায় পড়েন রোগীরা।
জটিল রোগটি সম্পর্কে চিউ জানান, ত্বকে এটোপিক ডার্মাটাইটিস বা এগজিমার সমস্যা থাকলে শরীরের বিভিন্ন স্থানে ‘স্টেফিলোকক্কাস অরেয়াস’ নামের ব্যাক্টেরিয়া জন্ম নেয়। জার্নাল ‘সেল’-এ প্রকাশিত হওয়া প্রতিবেদন থেকে আরও জানা যায়, এসব ব্যাকটেরিয়া দেহের কোষের মধ্যে বাসা বাঁধে। যা থেকে শুরু হয় ত্বকে চুলকানির সমস্যা।
একদল ইঁদুরের ওপর গবেষণার পর এমন নতুন তথ্য দেন বিশেষজ্ঞরা। এ ব্যাকটেরিয়া শুধু ত্বকেরই ক্ষতি করে না, ক্ষতি করে মস্তিষ্কেরও। রক্তও গাঢ় হতে শুরু করে এ ব্যাকটেরিয়ায় আক্রান্তের প্রভাবে। তাই এমন সমস্যা থাকলে রক্ত পাতলা রাখে এমন খাবার রোগীর ডায়েটে বাড়িয়ে দিতে হবে।
নিয়ম করে ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যায়াম ও পরিষ্কার – পরিচ্ছন্নতার ওপরও গুরুত্ব দেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এ পরিচর্যা ও ওষুধ শুধু ইঁদুরের মধ্যেই নয়, মানুষের শরীরেও কার্যকরী হয়েছে।