৪৩১ কোটি টাকায় খোলনলচে বদলাচ্ছে কোলাঘাট রেল সেতু! ১৩০ কিমি গতিতে ছুটবে ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলের (SER) লাইফলাইন হাওড়া-খড়গপুর ডিভিশনে এক বিশাল পরিকাঠামো উন্নয়নের জোয়ার আসতে চলেছে। প্রায় ছয় দশকের পুরনো ৫৭ নম্বর রেল সেতুটি এবার সম্পূর্ণ নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই মেগা প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৪৩১.৭৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। দীর্ঘ ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়া প্রাচীন কাঠামোটি সরিয়ে আধুনিক প্রযুক্তির ভায়ডাক্ট নির্মাণের মাধ্যমে ট্রেনের সুরক্ষা ও গতি—উভয়কেই অন্য মাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এই প্রকল্পের সবথেকে বড় চমক হলো খড়গপুর ডিভিশনের দেউলটি-কোলাঘাট সেকশনে একটি সম্পূর্ণ নতুন ‘কোলাঘাট’ রেলস্টেশন নির্মাণ। আধুনিক প্ল্যাটফর্ম, উন্নত যাত্রী পরিষেবা এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় থাকবে এই নতুন স্টেশনে। রেল আধিকারিকরা জানিয়েছেন, পুনর্নির্মিত এই নতুন সেতুর ওপর দিয়ে ট্রেন ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে অনায়াসে যাতায়াত করতে পারবে। এতে শুধু যাতায়াতের সময়ই কমবে না, দীর্ঘমেয়াদে সেতুর স্থায়িত্বও বহুগুণ বৃদ্ধি পাবে।
ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ চতুর্থ রেললাইন সংযোজনের রাস্তাও এখনই পরিষ্কার করে রাখছে। এই বিনিয়োগ হাওড়া-খড়গপুর ব্যস্ত করিডোরের অপারেশনাল দক্ষতা বাড়াবে এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনবে। অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছোঁয়ায় তৈরি হতে চলা এই প্রকল্প দক্ষিণ-পূর্ব রেলকে আগামী দিনের উন্নত ও দ্রুততর ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে।