“বিজেপিতে মেন্টাল ম্যাচ হচ্ছিল না!” তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক পার্নো মিত্র

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজনীতিতে বড়সড় রদবদল। জল্পনার অবসান ঘটিয়ে পদ্ম শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। এক সময় বিজেপির হয়ে বিধানসভা ভোটে লড়া পার্নোর এই ভোলবদল নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তর্জা।
তৃণমূলে যোগদানের পর এক একান্ত সাক্ষাৎকারে পার্নো তাঁর দলবদলের কারণ স্পষ্ট করেছেন। ২০১৯ সালে দিল্লিতে গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১-এর নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তাপস রায়। নির্বাচনে পরাজিত হওয়ার পর দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। আজ কেন এই সিদ্ধান্ত? পার্নোর সাফ জবাব, “মানুষের জন্য কাজ করতে চাই বলেই রাজনীতিতে আসা। কিন্তু বিজেপিতে থেকে সেই সুযোগটা পাচ্ছিলাম না। সেখানে আমার মেন্টাল ম্যাচ হচ্ছিল না।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে পার্নো জানান, দিদি যেভাবে বাংলার উন্নয়ন করছেন এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন, তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ২০১৯-এ কেন এই উপলব্ধি হলো না? এই প্রশ্নের উত্তরে মুচকি হেসে অভিনেত্রী বলেন, “সবকিছুর একটা সময় থাকে। আজ আমার মনে হয়েছে দিদির পাশে দাঁড়িয়ে কাজ করা প্রয়োজন, তাই আজ এসেছি।” ২০২৬-এর আগে পার্নোর এই ঘরওয়াপসি বা ফুল বদল বিজেপি শিবিরের কাছে যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।