কুয়াশার কবলে উত্তর ভারত! দিল্লিতে বাতিল ৯৭টি উড়ান, থমকে রেল পরিষেবা

উত্তর ভারত জুড়ে কুয়াশার দাপট অব্যাহত। রবিবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা। এর জেরে সড়ক, আকাশপথ এবং রেল পরিষেবা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI) এখনও পর্যন্ত ৯৭টি উড়ান বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৪৮টি আগমনকারী এবং ৪৯টি প্রস্থানকারী ফ্লাইট। এছাড়া ২০০-র বেশি উড়ান দেরিতে চলছে।

রেল পরিষেবার অবস্থাও তথৈবচ। উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে প্রায় ৫০টিরও বেশি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, উত্তর ভারতের প্রতিকূল আবহাওয়ার কারণে উড়ান চলাচল ব্যাহত হতে পারে। যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইন্সের থেকে ফ্লাইটের সঠিক সময় জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সকাল ১০টা নাগাদ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবুও যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরনোর অনুরোধ করা হয়েছে।