১০০ দিনের কাজের অধিকার কি কেড়ে নেওয়া হচ্ছে? কর্মসংস্থান বিল নিয়ে মোদী সরকারকে তোপ চিদাম্বরমের

সংসদে পাস হওয়া ‘VB-G-RAM-G’ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদাম্বরম। চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের (MGNREGA) এই আমূল পরিবর্তন আসলে মহাত্মা গান্ধীকে দ্বিতীয়বার হত্যা করার শামিল। তাঁর মতে, প্রকল্পের এই অদ্ভুত নামকরণ কোনো সঠিক ইংরেজি বা ভারতীয় ভাষা নয়, বরং ইংরেজি অক্ষরে লেখা হিন্দি শব্দ যা খোদ মন্ত্রীদের কাছেও দুর্বোধ্য।

চিদাম্বরম দাবি করেন, নতুন এই আইনে গরিবদের কর্মসংস্থানের আর কোনো ‘গ্যারান্টি’ নেই। তিনি বলেন, “আগে বছরে ১০০ দিনের কাজের অধিকার ছিল ১২ কোটি পরিবারের জীবনরেখা। এখন এটি রাজ্য-নির্দিষ্ট হয়ে যাওয়ায় এবং ৬০:৪০ অনুপাতে খরচ ভাগ করার নিয়মে গরিবরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।” কেন্দ্রীয় সরকার চাইলে যেকোনো জেলাকে ‘কাজ নেই’ বলে ঘোষণা করতে পারে, ফলে মানুষ আর কাজের দাবি করতে পারবে না।

কংগ্রেস নেতার অভিযোগ, ২০১৪ সালের আগের ইতিহাস মুছে ফেলার চক্রান্ত করছে বিজেপি। নেহরুর পর এবার মহাত্মা গান্ধীর স্মৃতি বিলুপ্ত করার চেষ্টা চলছে। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাজেটে কর্মসংস্থানের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে এবং কয়েক হাজার কোটি টাকার বেতন বকেয়া রয়েছে। চিদাম্বরমের হুঁশিয়ারি, দরিদ্রের মুখ থেকে গ্রাস কেড়ে নেওয়ার এই ঐতিহাসিক ভুল ভারতের মানুষ ক্ষমা করবে না।