‘দিল্লি থেকে মোদীজি সব দেখছেন’, ভার্চুয়াল সভার পর মেদিনীপুরে হুঙ্কার দিলীপ ঘোষের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণের রেশ টেনে এবার তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই বাংলার বর্তমান পরিস্থিতির অবসান ঘটবে। দিলীপের কথায়, “মোদীজি স্পষ্ট বার্তা দিয়েছেন। বাংলার মানুষ যে জঙ্গলরাজের মধ্যে দিয়ে যাচ্ছে, ২০২৬ সালেই তা পরিষ্কার হয়ে যাবে।”

রাজ্য সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, শাসকদলের দুর্নীতি আর অপশাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ। মোদীজির ভার্চুয়াল উপস্থিতি বাংলার বিজেপি কর্মীদের নতুন শক্তি জুগিয়েছে উল্লেখ করে দিলীপ জানান, এবার লড়াই হবে সরাসরি। তৃণমূলকে ‘ধুয়ে’ দিয়ে তিনি স্পষ্ট করে দেন যে, দিল্লির নজর এখন পুরোপুরি বাংলার ওপর এবং পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, মোদীর বক্তব্যকে হাতিয়ার করে দিলীপ ঘোষ ফের একবার ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিলেন।