মাঝ আকাশে বিপদ? তারেকের বিমানের ২ ক্রু-কে তড়িঘড়ি সরানোর নির্দেশ গোয়েন্দাদের, তুঙ্গে রহস্য!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে নতুন করে অশান্তি শুরু হয়েছে বাংলাদেশে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামী ২৫ ডিসেম্বর ১৮ বছরের নির্বাসন কাটিয়ে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাঁর ফেরার ঠিক আগেই বিমানে নিরাপত্তাজনিত কারণে বড়সড় পদক্ষেপ নিল ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তারেকের নির্ধারিত ফ্লাইটের দুজন কেবিন ক্রু-কে শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে।
নিরাপত্তার খাতিরে সরানো দুই ক্রু হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। গোয়েন্দা রিপোর্ট বলছে, এই দুই কর্মীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের গভীর ঘনিষ্ঠতা রয়েছে এবং তাঁরা নিয়মিত শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতাদের ফ্লাইটে ডিউটি করতেন। ২০২২ সালে এই শেখ সেলিমই হুমকি দিয়েছিলেন যে, তারেক রহমান দেশে ফিরলে ‘গণপিটুনিতে মারা যাবেন’। ফলে ভিআইপি যাত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা মাথায় রেখেই তাঁদের ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ভোটের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপি শিবিরের জন্য অক্সিজেন হিসেবে কাজ করছে। তবে ওসমানের মৃত্যুর জেরে দেশজুড়ে চলা বিশৃঙ্খলা এবং বিমানের এই চাঞ্চল্যকর তথ্য রাজনৈতিক আবহকে আরও রহস্যময় করে তুলেছে।