‘আব্বু আমাকে বাঁচাও!’ দরজায় তালা দিয়ে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে খাক ৭ বছরের শিশু

বাংলাদেশে অরাজকতা ও রাজনৈতিক প্রতিহিংসার এক নারকীয় দৃশ্য দেখল লক্ষ্মীপুর। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর সাত বছরের শিশুকন্যা আয়েশা আখতারের। অভিযোগ উঠেছে, শুক্রবার দিবাগত রাত ২টো নাগাদ একদল দুষ্কৃতী বাড়ির দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন বেলাল হোসেন এবং তাঁর অন্য দুই মেয়ে— বীথি ও স্মৃতি আখতার। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে। বেলালের স্ত্রী নাজমা জানিয়েছেন, ঘুমন্ত অবস্থায় আগুনের লেলিহান শিখা ঘর গ্রাস করলে মেজো ও বড় মেয়ে কোনো রকমে টিনের বেড়া ভেঙে বেরিয়ে আসতে পারলেও ছোট মেয়ে আয়েশা ভেতরেই আটকা পড়ে। মৃত্যুর আগে শিশুটি ‘আব্বু আমাকে বাঁচাও’ বলে চিৎকার করলেও দরজায় তালা থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া বাড়িটি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটি কোনো পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। গোটা ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।