বঙ্গভবনের সামনে তুমুল বিক্ষোভ, নাগরাকাটায় সাংসদ আক্রান্তের প্রতিবাদে দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির

পশ্চিমবঙ্গের ডুয়ার্সের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার রেশ এবার সরাসরি জাতীয় রাজধানীতে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির তফসিলি জাতি ও উপজাতি মোর্চা। মালদা উত্তরের তফসিলি-উপজাতির সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে সরব হয় দিল্লির বিজেপি নেতৃত্ব।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক কর্মী
গেরুয়া শিবিরের তফসিলি জাতি ও উপজাতি মোর্চার এই বিক্ষোভে নেতৃত্ব দেন দিল্লি বিজেপির সভাপতি রবীন্দ্র সচদেব। এছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির সাংসদ যোগেন্দ্র চন্দোলিয়া। বঙ্গভবনের প্রবেশ পথে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিলেও, বিজেপি নেতা-কর্মীরা ব্যারিকেড টপকে বঙ্গভবনের দিকে এগোনোর চেষ্টা করেন।

এ সময় পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয় এবং একাধিক নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়।

‘গুন্ডারা মেরে সাংসদকে আইসিইউতে পাঠাল’
এই বিক্ষোভ কর্মসূচি থেকে রবীন্দ্র সচদেব সরাসরি তৃণমূল ও রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “এখানে প্ল্যাকার্ডে লেখা ‘তোষণ প্লাস হিংসা সমান তৃণমূল’। এটা একেবারে সত্যি। যেভাবে গতকাল আমাদের সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা চালানো হয়েছে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারেন না।”

তিনি আরও বলেন, “ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়ক ত্রাণ নিয়ে গিয়েছিলেন বন্যা দুর্গতদের সাহায্য করতে। সেখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তাঁদের বাধা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চালাচ্ছেন। সেখানে সাংসদকে এমনভাবে তৃণমূলের গুন্ডারা মেরেছে যে, তাঁকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করাতে হয়েছে।”

‘ত্রাণ বিলিতেও বাধা দিচ্ছে তৃণমূল’
রবীন্দ্র সচদেব অভিযোগ করেন, তৃণমূলের লোকজন বন্যা দুর্গতদের সাহায্য করছে না, বরং বিরোধীদের ত্রাণ বিলি করতে বাধা দিচ্ছে এবং হামলা চালাচ্ছে। তিনি বলেন, “বাংলা মাটি তার সংস্কৃতির জন্য পরিচিত ছিল। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বোমা-গুলির সন্ত্রাস চালাচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসন সাংসদ ও বিধায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেখানে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে?