নাগরাকাটার হামলার আঁচ এবার কলকাতায়! শ্যামবাজারে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির, দাবি রাষ্ট্রপতি শাসনের

উত্তরবঙ্গের ডুয়ার্সের নাগরাকাটাতে ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার আঁচ এবার রাজধানীতে। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতার শ্যামবাজার মোড়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি।

বিজেপি কর্মীরা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করে বিজেপি জনপ্রতিনিধিদের উপর হামলা করেছে।

‘রাষ্ট্রপতি শাসন চাই’
বিক্ষোভকারীরা জানান, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরাও যেখানে সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?

এই অরাজকতার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তাঁরা সরাসরি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের (President’s Rule) দাবি জানান। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলেও, এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক তাপমাত্রা চরমে পৌঁছেছে।