‘সংকটের মুহূর্তে সরকার নিখোঁজ!’ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে প্রশাসনকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ও ধস বিপর্যয়ের মধ্যেই রাজনৈতিক তাপমাত্রা বাড়াতে মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দার্জিলিং, জলপাইগুড়ি সহ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করবেন এবং হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি থাকা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের সাথে দেখা করবেন।
‘বন্যাদুর্গত মানুষ কষ্টের মধ্যে’
বাগডোগরায় নেমেই শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যের শাসক দল ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্স (পূর্বতন টুইটার)-বার্তায় তিনি লেখেন, “বন্যা দুর্গত উত্তরবঙ্গের মানুষ গত দু’দিন ধরে খাদ্য, পানীয় জল ও আশ্রয়ের অভাবে কষ্টের মধ্যে রয়েছেন। এই সংকটের মুহূর্তে সরকার ও প্রশাসনের দেখা পাওয়া যায়নি।”
বিজেপির ত্রাণ কাজের প্রশংসা
শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রশাসনের অনুপস্থিতিতে বিজেপি নেতারা অক্লান্তভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। তাঁর বার্তা অনুযায়ী, বিজেপি কার্যকর্তারা বন্যাদুর্গত মানুষের জন্য:
খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করছেন।
নিরাপদ আশ্রয় তৈরি করা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
কঠিন পরিস্থিতিতে পীড়িত মানুষগুলির জন্য ওষুধের ব্যবস্থা সহ সাধ্যমতো যাবতীয় সহায়তা করছেন।
তিনি আরও জানান, মাননীয় সাংসদ ও ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজে এলাকায় উপস্থিত থেকে ত্রাণ বণ্টন ও বিভিন্ন পরিষেবা প্রদানের কাজের তদারকি করছেন। এর মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ঘিরে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।