পরিবারকে ভালো রাখতে গিয়ে চরম পরিণতি! আগুনে ঝলসে গেছে শরীরের বেশিরভাগ অংশ, হাসপাতালে ৭ জন

ভাগ্য ফেরানোর আশায় মুর্শিদাবাদ থেকে কর্ণাটকের বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন বাংলার ৭ পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার ভোর রাতে শ্রমিকদের ভাড়া করা ঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় প্রত্যেকেই গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। বর্তমানে তাঁরা বেঙ্গালুরু সিটি মার্কেটের কাছে একটি সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

গুরুতর আহত ৭ যুবক
আহত ৭ পরিযায়ী শ্রমিকের প্রত্যেকের শরীরের প্রায় পুরোটাই আগুনে ঝলসে গিয়েছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন সূত্রে জানা গেছে, আহতরা হলেন:

মিনারুল শেখ (৩৫), জিয়াবুর শেখ (৩৫), হাসান মন্ডল (৪২), তাজিবুর শেখ (৩১), নুরজামাল শেখ (২০), শাফিজুল শেখ (৩৫)— এঁদের সকলের বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পীরতলা গ্রামে।

জাহিদ আলী (৩২)— তাঁর বাড়ি হরিহরপাড়া থানা এলাকার খিদিরপুর গ্রামে।

পরিবার সূত্রে খবর, প্রায় দুই মাস আগে এই শ্রমিকেরা রোজগারের আশায় বেঙ্গালুরুতে গিয়েছিলেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে শ্রমিকদের ভাড়া করা ঘরে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে। শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং কোনোমতে তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সকলেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এলাকার পঞ্চায়েত সদস্য খাইরুল শেখ বলেন, “পরিবারের লোকেদের ভাল রাখার জন্য একটু বেশি টাকা রোজগারের আশায় এই গ্রাম থেকে বহু যুবক বর্তমানে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। আমরা জানতে পেরেছি সাতজন পরিযায়ী শ্রমিক যখন ঘুমিয়ে ছিলেন সেই সময় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তাতেই সকলে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।”

এদিকে দুর্ঘটনার খবর মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বহরমপুরের গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই হাসান মণ্ডল নামে এক শ্রমিকের পরিবারের সদস্যরা বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছেন।