গর্বিত মেদিনীপুর! বিশ্বের সেরা অর্থনীতিবিদদের তালিকায় বাংলার নরসিংহ দাস, দেশের শীর্ষ ১০০-এ ৭৪তম স্থান!

দুর্গাপূজার মরসুমেই বড় সুখবর! বিশ্বজুড়ে অর্থনীতিবিদদের গবেষণাপত্র এবং দক্ষতা যাচাইকারী অন্যতম বৃহত্তম ডেটাবেস IDEAS Research Papers in Economics-এর শীর্ষ ১০০ ভারতীয় অর্থনীতিবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কৃতি সন্তান নরসিংহ দাস। বর্তমানে পুণেতে গবেষক হিসেবে কর্মরত এই অর্থনীতিবিদ তালিকায় ৭৪ তম স্থান অর্জন করেছেন। তাঁর এই সাফল্য দীর্ঘ গবেষণার ফসল এবং বাংলার শিক্ষাজগতের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

গ্রামীণ অর্থনীতির উন্নতিই তাঁর লক্ষ্য
অধ্যাপক নরসিংহ দাসের এই সম্মান শুধু ব্যক্তিগত নয়, এটি মেদিনীপুর এবং রাজ্যের শিক্ষাজগতেরও গর্ব। তাঁর গবেষণার মূল ক্ষেত্র হলো Energy and Environmental Economics (শক্তি এবং পরিবেশ অর্থনীতি)। পাশাপাশি, তিনি ভারতীয় অর্থনীতি, উন্নয়নমূলক নীতি এবং সমসাময়িক অর্থনৈতিক সমস্যার ব্যবহারিক প্রয়োগ নিয়েও কাজ করেন।

তাঁর লক্ষ্য হলো—

গ্রামীণ অর্থনীতির উন্নতি এবং গ্রামীণ প্রতিভার বিকাশ ঘটানো।

ভারতের তরুণ যুবকদের অর্থনীতিতে তুলে আনা।

ভারতীয় অর্থনীতি এবং গবেষণার মান বৃদ্ধি করা।

মানিকপুর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি
অধ্যাপক নরসিংহ দাসের বাড়ি মেদিনীপুরের কোতওয়ালি থানার অন্তর্গত মানিকপুর এলাকায়। শিক্ষাজীবনে তিনি মেদিনীপুর কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এরপর তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।

যে IDEAS Research Papers in Economics এই র‍্যাঙ্কিং তৈরি করে, সেটি বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি-ভিত্তিক ওপেন ডেটাবেস। এখানে গবেষকদের প্রকাশিত কাজ, উদ্ধৃতি সংখ্যা (Citation), ডাউনলোড এবং অন্যান্য সূচকের ভিত্তিতে র‍্যাঙ্কিং তৈরি করা হয়। গত এক দশকের ধারাবাহিক গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রকাশনার ভিত্তিতে ৭৪ তম স্থান অর্জন করে নরসিংহ দাস শুধু দেশের মধ্যেই নয়, বৈশ্বিক গবেষণা অঙ্গনেও নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন।