চাঞ্চল্য মুর্শিদাবাদে, মায়ের অস্বাভাবিক মৃত্যু, ছেলে ও বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ

মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত কুমরাই গ্রামে এক বৃদ্ধার অস্বাভাবিক অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাড়ির মধ্যে অঞ্জলি মণ্ডল (৬৫) নামের ওই বৃদ্ধার দেহটি উদ্ধার হয়। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পরিবারের বিরুদ্ধে অভিযোগ
মৃতের মেয়ে চিন্তা মণ্ডল অভিযোগ করেছেন, পারিবারিক অশান্তির কারণেই তার দাদা পীযুষ মণ্ডল এবং তার স্ত্রী অর্থাৎ তার বৌদি মিলে মাকে খুন করেছেন। মেয়ের এমন বিস্ফোরক অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, খুনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মৃতের ছেলে পীযুষ মণ্ডল। তার দাবি, “আমার বোন যে অভিযোগ করছে তা সম্পুর্ণ ভিত্তিহীন। আমার মা হঠাৎই পড়ে গিয়েছিলেন। সেই কারণেই তার মৃত্যু হয়েছে। আমার স্ত্রী ও আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা মিথ্যা।”
পুলিশের তদন্ত শুরু
এই ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ এবং মৃতের ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।