ভাতের থালায় মরা টিকটিকি, আইসিডিএস কেন্দ্রে খাবার খেয়ে হাসপাতালে শিশুসহ ৯ জন

মিড ডে মিলের পর এবার আইসিডিএস-এর রান্না করা খাবারেও মিলল টিকটিকি। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্রে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খাবারের মধ্যে মরা টিকটিকি দেখতে পেয়েই আইসিডিএস কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং বিষক্রিয়ার আশঙ্কায় কয়েকজন শিশুসহ মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কী ঘটেছিল সেই দিন?
অন্যান্য দিনের মতোই বুধবার আইসিডিএস কেন্দ্র থেকে মোট ৫৫ জন শিশু ও গর্ভবতী মহিলা রান্না করা খিচুড়ি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। তাদেরই একজন, শিখা মাঝি, খাবার খেতে শুরু করার সময় থালায় একটি মরা টিকটিকির বাচ্চা দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গেই আইসিডিএস কর্মীদের বিষয়টি জানান।

আইসিডিএস কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং বাকি সকলকে ওই খাবার খেতে নিষেধ করেন। কিন্তু ততক্ষণে ৯ জন উপভোক্তা ও তাদের পরিবারের সদস্যরা ওই খাবার খেয়ে ফেলেছিলেন। বিষক্রিয়ার আশঙ্কায় তাদের সকলকে তড়িঘড়ি রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপাতত সুস্থ সকলে, তবুও পর্যবেক্ষণে
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৯ জনের কারও তেমন শারীরিক সমস্যা দেখা যায়নি। তবুও তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। আইসিডিএস কর্মী রেবতী ডাঙ্গর জানান, রান্নার সময় যেমন টিকটিকি পড়ে যেতে পারে, তেমনই বাড়ি নিয়ে যাওয়ার পর খাবারে এটি পড়তে পারে। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিভাবক শিখা মাঝি বলেন, “খাওয়া শুরু করে দিয়েছিলাম, দেখি টিকটিকি পড়ে রয়েছে। তখন সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিই।”