‘ও আমার মেয়ে নয়, বৌমা’, ঐশ্বরিয়াকে নিয়ে জয়া বচ্চনের মন্তব্যে তুমুল বিতর্ক

বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই জয়া বচ্চনের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে করা একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন অ্যাশ-ভক্তরা। তাদের একটাই প্রশ্ন, জয়া কীভাবে এমন কথা বলতে পারলেন?
কী বলেছিলেন জয়া?
ভাইরাল হওয়া ভিডিওতে জয়া বচ্চনকে তার বৌমা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি কি ঐশ্বরিয়ার প্রতিও নিজের দুই সন্তান শ্বেতা ও অভিষেকের মতো কঠোর? এই প্রশ্নের উত্তরে জয়া স্পষ্ট জানান, “কড়া? না আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া কেন হব? ও আমার বৌমা। নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওই কাজ ভালোভাবে করেছেন।”
জয়ার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনরা অভিযোগ করছেন, একজন শাশুড়ি কেন তার বৌমাকে নিজের মেয়ের মতো ভাবতে পারেন না? তাদের মতে, এই মন্তব্যে জয়ার বিদ্বেষ প্রকাশ পেয়েছে।
অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন
দীর্ঘদিন ধরেই ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের খবর বলিউডে ঘুরে বেড়াচ্ছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক এই গুজব উড়িয়ে দিয়ে বলেন, তাদের মধ্যে সব ঠিক আছে এবং তারা ভালো আছেন। এর মধ্যেই জয়ার পুরোনো ভিডিওটি সামনে আসায় বচ্চন পরিবারের ভেতরের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।