ভনসালির কোপ থেকে শিশুশিল্পীকে বাঁচালেন আলিয়া! ‘গাঙ্গুবাই’ সেটে কী ঘটেছিল

বলিউড নির্মাতা সঞ্জয় লীলা ভনসালি তাঁর ছবির সেটে কতটা কড়া, তা সবারই জানা। তাঁর রাগ সংবরণ করতে না পারার ঘটনা আগেও প্রকাশ্যে এসেছে। এবার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির সেটে ঘটে যাওয়া এমনই একটি ঘটনার কথা সামনে আনলেন অভিনেত্রী সীমা পাহওয়া। তার মতে, আলিয়া ভাট যদি সেই সময় এগিয়ে না আসতেন, তবে ভনসালির কড়া মেজাজের শিকার হতে হতো এক শিশুশিল্পীকে।
রাত তিনটেয় যা ঘটেছিল সেটে
সীমা পাহওয়া জানান, ছবির একটি দৃশ্যে এক শিশুশিল্পীকে ঘুমের ভান করতে বলা হয়েছিল। এরপর ঘুম থেকে উঠে একটি সংলাপ বলার কথা ছিল। টানা শুটিংয়ের কারণে রাত তখন প্রায় তিনটে। শিশুটি বারবার শুয়ে পড়তেই সত্যি সত্যি ঘুমিয়ে যাচ্ছিল। দু-তিনবার এমন হওয়ার পর সঞ্জয় লীলা ভনসালি ভীষণ রেগে যান।
পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন আলিয়া ভাট। তিনি শিশুটিকে কাছে নিয়ে বলেন, “যখনই আমি তোমাকে কোলে তুলে নেব, তখনই তুমি তোমার সংলাপটা বলে ফেলবে।” আলিয়ার এই বুদ্ধিমত্তায় দৃশ্যটি দ্রুত সম্পন্ন হয় এবং ভনসালির রাগ কমে যায়।
আলিয়ার ব্যবহারে মুগ্ধ সহ-অভিনেত্রী
সীমা পাহওয়া জানান, তিনি ভেবেছিলেন আলিয়া যেহেতু একজন স্টারকিড এবং ফিল্মি পরিবারের সদস্য, তাই তার মধ্যে অহংকার থাকবে। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আলিয়া সেটে শিশুসুলভ আচরণ করতেন এবং সবার সঙ্গে মিশে যেতেন। সীমা বলেন, “আলিয়ার কোনো স্বার্থ ছিল না, তবুও ও এগিয়ে এসে বাচ্চাটিকে সাহায্য করেছিল।” আলিয়ার এই সংবেদনশীলতা এবং পেশাদারিত্ব সবার মন জয় করে নেয়।