বিজেপির সঙ্গে জোটের জল্পনার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মতে, সরকার ইচ্ছাকৃতভাবে সমস্যা জিইয়ে রাখছে, যাতে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে না হয়। বিশেষ করে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর এই সমস্যা নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছেও যাচ্ছেন বলে জানান।

মমতার বিরুদ্ধে কী অভিযোগ?

অধীর চৌধুরী বলেন, ওড়িশা, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো বিজেপি-শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কেবল বাংলা অস্মিতার কথা বলে গরম গরম ভাষণ দিচ্ছেন। কিন্তু আসলে সমস্যা সমাধানের কোনো চেষ্টাই করছেন না। তাঁর মতে, পরিযায়ী সমস্যা জিইয়ে রাখলে রাজ্য সরকারকে চাকরি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য—কোনো কিছু নিয়েই জবাবদিহি করতে হবে না।

অধীর কটাক্ষ করে বলেন, “উত্তর চাইতে গেলেই বাঙালি, উত্তর চাইতে গেলেই আমি পরিযায়ী শ্রমিকদের জন্য লড়ছি আর এখন বলছেন ২০০ সেনা তাঁকে দেখে পালাচ্ছেন!” তাঁর অভিযোগ, তৃণমূল বাংলা ভাষা নিয়ে রাজনীতি করলেও বাংলাভাষীদের জন্য কিছুই করছে না।

‘রাজনৈতিক অস্ত্র’ ব্যবহার করে ফায়দা নিচ্ছে দুই দল

অধীর চৌধুরী আরও বলেন, রাজ্য সরকার এই অসহায় পরিযায়ী শ্রমিকদের সমস্যাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে তিনি নিজে মানুষের কষ্ট দেখে বসে থাকতে পারেন না। তাই তিনি আগেও এই শ্রমিকদের সমস্যা সমাধানে চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও করবেন।

উল্লেখ্য, এর আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়েও অধীর চৌধুরী বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়কেই নিশানা করেছিলেন। তাঁর দাবি, এই পরিস্থিতি থেকে বিজেপি এবং তৃণমূল দুই দলই ফায়দা নিচ্ছে। তাঁর কটাক্ষ, “২০২১-এও NRC-র ভয় দেখিয়ে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভোট তুলেছেন। এবার ফের সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট তুলতে মরিয়া।”