SBI-তে এই অ্যাকাউন্ট থাকলেই মিলবে ১ কোটি টাকার বিমা, কী বলছেন রেলমন্ত্রী

ভারতীয় রেলের কর্মীদের জন্য দারুণ খবর! এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) স্যালারি অ্যাকাউন্ট থাকলেই মিলবে বিশাল অঙ্কের বিমা সুবিধা। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে ভারতীয় রেল এবং এসবিআই-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কী কী সুবিধা মিলবে?
এই চুক্তি অনুযায়ী, যে সকল রেলকর্মীর এসবিআই-তে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা ১ কোটি টাকার দুর্ঘটনা বিমা কভারেজ পাবেন। এর পাশাপাশি, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও মিলবে ১০ লক্ষ টাকার টার্ম কভারেজ। অর্থাৎ, কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

শুধু তাই নয়, এই চুক্তির আওতায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমা সুবিধা রয়েছে। যেমন:

বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে ১ কোটি ৬০ লক্ষ টাকার বিমা।

RuPay ডেবিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১ কোটি টাকার বিমা।

যদি কোনো কর্মী দুর্ঘটনার কারণে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে যান, তবে তাঁর জন্য ১ কোটি টাকার বিমা।

প্রায় ৭ লক্ষ কর্মী উপকৃত হবেন
বর্তমানে ভারতীয় রেলের প্রায় ৭ লক্ষ কর্মীর বেতন এসবিআই-এর মাধ্যমে দেওয়া হয়। এই নতুন চুক্তির ফলে তাঁরা সকলেই এই বিমা সুবিধাগুলোর আওতায় চলে আসবেন, যা তাঁদের আর্থিক সুরক্ষা অনেকটাই বাড়িয়ে দেবে।