বেঙ্গালুরুর সেই পদপিষ্টের ঘটনা, ৩ মাস পর মুখ খুললেন বিরাট কোহলি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা

আইপিএল জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিজয় মিছিলের সময় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ঘটনার তিন মাস পর এক আবেগঘন বার্তায় তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কী ঘটেছিল সেই দিন?
গত ৪ জুন বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবি-র প্রথমবার আইপিএল জয়ের পর ভিকট্রি প্যারেড চলছিল। সেই সময়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হন। এই ঘটনা আরসিবি-র জন্য আনন্দের মুহূর্তকে বিষাদে পরিণত করে।

বিরাটের মর্মস্পর্শী বার্তা
ঘটনার তিন মাস পর আরসিবি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিরাট কোহলি বলেন, “৪ জুনের সেই ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যেটি সবচেয়ে আনন্দের মুহূর্ত হতে পারত, সেটাই সবচেয়ে মর্মান্তিক মুহূর্তে পরিণত হয়েছে।” তিনি আরও যোগ করেন, “আমরা যাদের হারিয়েছি, আমি সেই পরিবারগুলির কথা ভাবছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আমাদের যে সমর্থকরা আহত হয়েছেন, তাদের জন্যও প্রার্থনা করছি। আপনাদের এই ক্ষতি এখন আমাদের গল্পের অংশ হয়ে গিয়েছে। যত্ন, শ্রদ্ধা ও দায়িত্বের মাধ্যমে আমরা একসঙ্গে এগিয়ে যাব।”

আর্থিক সাহায্য ঘোষণা ও আইনি জটিলতা
ঘটনার পর আরসিবি কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে। এর আগে এই অঙ্কটি ১০ লক্ষ টাকা ছিল, পরে তা বাড়ানো হয়। এদিকে, এই ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইচ.এম. ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী অভিযোগ করে জানান, বিরাটকেও এই মামলার তদন্তের আওতায় আনতে হবে। পুলিশ জানিয়েছে, এই অভিযোগটি চলমান মামলার সঙ্গেই যুক্ত করে তদন্ত করা হবে।