‘দি বেঙ্গল ফাইলস’ কি সত্যিই প্রোপাগান্ডা, মুখ খুললেন মিঠুন, জানালেন আসল সত্যি

বহুল আলোচিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দি বেঙ্গল ফাইলস’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। তবে পশ্চিমবঙ্গে এই ছবি মুক্তি পাবে কিনা তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। স্বয়ং পরিচালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলায় ছবিটি শান্তিপূর্ণভাবে মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই আবহের মধ্যেই ছবির অন্যতম প্রধান অভিনেতা মিঠুন চক্রবর্তী মুখ খুললেন এবং ছবির বিষয়বস্তু নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

‘দি বেঙ্গল ফাইলস’ কি প্রোপাগান্ডা ছবি?
ছবির প্রচারে এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, “সত্যি কথা বলা মানেই প্রোপাগান্ডা নয়।” তিনি জোর দিয়ে বলেন, ‘দি বেঙ্গল ফাইলস’ কোনোভাবেই একটি প্রোপাগান্ডা ছবি নয়। তবে এটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।

মিঠুন কেন প্রথমে এই ছবিতে অভিনয় করতে চাননি?
আশ্চর্যজনক হলেও, মিঠুন প্রথমে এই ছবিতে অভিনয় করতে রাজি ছিলেন না। সাক্ষাৎকারে মহাগুরু বলেন, যখন বিবেক অগ্নিহোত্রী তাকে প্রথম ছবির গল্প শোনান, তখন তিনি চরিত্রটি ‘মারাত্মক কঠিন এবং চ্যালেঞ্জিং’ মনে করেছিলেন। মিঠুন ভয় পেয়েছিলেন যে তিনি হয়তো পরিচালকের প্রত্যাশা পূরণ করতে পারবেন না।

কিন্তু বিবেক তাকে আশ্বস্ত করেন যে এই চরিত্রটি বিশেষভাবে তাকে মাথায় রেখেই লেখা হয়েছে। এরপরেই মিঠুন চক্রবর্তী ছবিতে অভিনয় করতে রাজি হন।

ছবিতে মিঠুনের চরিত্র
‘দি বেঙ্গল ফাইলস’-এ মিঠুন চক্রবর্তীকে একজন মূক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যার জিহ্বা আগুনে ঝলসে গেছে। তিনি ছবির গল্পের সঙ্গে সঙ্গে একজন সূত্রধরের ভূমিকাও পালন করছেন। মিঠুনের মতে, এই ছবিটি দর্শকদের মনকে নাড়িয়ে দেবে।