পাকিস্তান সেনার সঙ্গে ভারতীয় সেনার তুলনা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ‘পেটানো উচিত’, হুঙ্কার অর্জুন সিংয়ের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গ বিধানসভায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ধর্মতলায় তৃণমূলের আন্দোলন মঞ্চ ভাঙার ঘটনার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, “আমাদের আন্দোলন মঞ্চ ভাঙা দেখে ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকার হত্যাযজ্ঞের কথা মনে পড়ল।” ব্রাত্যের এই মন্তব্যের পরই চরম সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
কী নিয়ে এই বিতর্ক?
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ভারতীয় সেনাকে পাকিস্তানের সেনার সঙ্গে তুলনা করেছেন, এমন অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়করা। এই মন্তব্যের পর বিজেপি নেতা অর্জুন সিং প্রকাশ্যে বলেন, “রাজ্যের একজন মন্ত্রী কীভাবে ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানের সেনার তুলনা করতে পারেন? আমি বিধানসভায় উপস্থিত ছিলাম না, তবে ব্রাত্য বসুকে পেটানো উচিত ছিল।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নিজের অবস্থানে অনড় শিক্ষামন্ত্রী
বিজেপির তীব্র সমালোচনার মুখেও ব্রাত্য বসু নিজের অবস্থানে অনড় রয়েছেন। তিনি জানান, “ইতিহাসকে ভুলে যাওয়া যায় না। পাকিস্তান সেনাকে নিয়ে যেকোনো প্রসঙ্গে মন্তব্য করলে আমি এটাই বলব।” তার এই মন্তব্যের পর বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়। ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগ তুলে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাত্য বসুকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
এই ঘটনা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আক্রমণ-প্রতিআক্রমণের লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে।