শিব মন্দিরে অলৌকিক ঘটনা! ঘণ্টার তালে তালে বেলপাতার তাণ্ডব নাচ, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

শ্রাবণ উৎসবের প্রাক্কালে মধ্যপ্রদেশের জব্বলপুরে এক শিব মন্দিরে ঘটল রহস্যময় এক ঘটনা। ঘণ্টা বাজাতেই শিবের সামনে রাখা একটি বেলপাতা তালে তালে দুলে উঠতে দেখা যায়, আর তা দেখে হতবাক হয়ে যান উপস্থিত ভক্তরা। কেউ কেউ বলছেন, যেন ভোলেনাথের সামনে সেই পাতাটিই তাণ্ডব নৃত্য করছে!
ঘটনাটি ঘটেছে মহারাজপুর এলাকার এক প্রাচীন শিব মন্দিরে, বৃহস্পতিবার সকালে। ভোরে পুজো দিতে আসা ভক্তরা যখন ঘণ্টা বাজাতে শুরু করেন, তখনই আচমকা শিবলিঙ্গের সামনে থাকা একটি বেলপাতা নিজে থেকেই নড়ে ওঠে। শুধু একবার নয়, বারবার ঘণ্টা বাজালে বারবার নড়ে উঠতে দেখা যায় পাতাটি।
প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো হালকা বাতাসেই দুলছে পাতাটি। কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট হয়, পাতাটি নড়লেও আশপাশে থাকা অন্য কোনও পাতা, ফুল বা প্রদীপ একটুও দুলছে না। এর পরই মন্দির চত্বরে ছড়িয়ে পড়ে অলৌকিক ঘটনার গুঞ্জন।
এক ভক্ত জানান,”প্রথমে বিশ্বাস হয়নি। কিন্তু এরপর যখন আবার ঘণ্টা বাজানো হল, তখন আবারও নড়ে উঠল সেই একই পাতা। এটা হাওয়া নয়, ভোলেনাথের ইচ্ছে ছাড়া সম্ভব নয়!”
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘রাম’ নামের এক শিবভক্ত যখন ঘণ্টা বাজান, তখনই সবচেয়ে বেশি সাড়া দিচ্ছে বেলপাতাটি। তবে অন্য কেউ ঘণ্টা বাজালেও পাতাটি যে একেবারেই নড়ছে না, তাও ভিডিওতে দেখা যাচ্ছে না। এই ‘নির্বাচিত প্রতিক্রিয়া’ নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা।
আস্থার প্রতীক না অন্ধবিশ্বাস? বিভাজিত মতামত
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ দ্বিধাবিভক্ত।
🔸 একদল বলছেন, এটি ঈশ্বরের অলৌকিক ইশারা, বিশেষ করে শ্রাবণ মাস শুরুর আগের দিনে এমন ঘটনা ভোলেনাথের আশীর্বাদেরই প্রতীক।
🔸 অন্যদল বলছেন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ছাড়া এই ঘটনাকে ‘অলৌকিক’ বলা অন্ধবিশ্বাসের উৎসাহ ছাড়া কিছু নয়। হয়তো কোথাও গোপন বাতাসের ধাক্কা বা সূক্ষ্ম কম্পনের কারণেই এটি ঘটছে।