ঘুমের ঘোরেই সব শেষ! সোনারপুরে ২৮ দিনের সদ্যজাতের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ এলাকা।

সোনারপুরের জগদ্দল এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ২৮ দিনের এক সদ্যজাত পুত্র সন্তানের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে জগদ্দল এলাকার বাসিন্দা এক দম্পতির কোলের শিশুর নিথর দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতেন। বাড়িতে মা ও সদ্যজাত সন্তান একসঙ্গেই ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কনকনে ঠান্ডার রাতে মা ও শিশু সম্ভবত একই কম্বলের তলায় ঘুমিয়েছিলেন। ঘুমের ঘোরে অসাবধানতাবশত মায়ের শরীরের চাপে কিংবা কম্বলের ভেতরে অক্সিজেনের অভাবে শিশুটির শ্বাসরোধ হয়ে থাকতে পারে। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

সোনারপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।” বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এক মাসের জন্মদিন আসার আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।