“অনেক হয়েছে জাগো মা, এবার সেকুলার গান গা!” স্টেজ শো-তে লগ্নজিতার ওপর হামলার চেষ্টা, ভগবানপুরে তুলকালাম।

শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মাচা অনুষ্ঠান করতে গিয়ে নজিরবিহীন হেনস্থার মুখে পড়লেন জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের একটি অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন স্কুলের অন্যতম মালিক মেহবুব মল্লিক মঞ্চে উঠে এসে লগ্নজিতার ওপর চড়াও হন এবং তাঁকে মারার চেষ্টা করেন।
লগ্নজিতার দাবি, রাত পৌনে আটটা নাগাদ তিনি যখন ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি শেষ করে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন, তখনই ওই ব্যক্তি মঞ্চে উঠে আসেন। বাধা পেয়ে লগ্নজিতাকে মারতে না পারলেও মাইক্রোফোনের সামনেই চিৎকার করে তিনি বলেন, “অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গান গা!” এই ঘটনার পর আতঙ্কে ও অপমানে তৎক্ষণাৎ অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ থেকে নেমে যান গায়িকা।
এই ঘটনায় লগ্নজিতা ভগবানপুর থানায় গিয়ে অভিযুক্ত মেহবুব মল্লিকের বিরুদ্ধে একটি জেনারেল ডায়েরি (GD) করেছেন। গায়িকার কথায়, “যেভাবে উনি তেড়ে এসেছিলেন, তাতে আমি স্তম্ভিত। এরপর আর গান গাওয়া সম্ভব ছিল না।” টলিউডের শিল্পী মহলে এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একজন শিল্পীর সঙ্গে এমন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই।