নীতীশের ‘হিজাব বিতর্ক’ কি অহেতুক? বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল আরিফ মহম্মদ খানের!

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ঘিরে তৈরি হওয়া ‘হিজাব বিতর্ক’ নিয়ে এবার মুখ খুললেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। ভাইরাল ভিডিওটি নিয়ে চলা রাজনৈতিক তরজাকে তিনি ‘অহেতুক’ এবং ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, নীতীশ কুমার এবং ওই মহিলার মধ্যে যে স্নেহপূর্ণ আচরণ দেখা গেছে, তা অনেকটা বাবা ও মেয়ের সম্পর্কের মতো।

সম্প্রতি পাটনায় একটি নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এক মহিলা চিকিৎসকের মাথার হিজাব সরিয়ে দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এই ভিডিও ভাইরাল হতেই সরব হয় বিরোধীরা। তবে এই ইস্যুতে নীতীশ কুমারের পাশে দাঁড়িয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খান বলেন, “বাবা-মেয়ের সম্পর্ক কীভাবে বিতর্কের বিষয় হতে পারে? এটি ভুলভাবে দেখা হচ্ছে। ওই মহিলা মুখ্যমন্ত্রীর কাছে মেয়ের মতোই। আমি নীতীশ কুমারের দালালি করছি না, কিন্তু একজন প্রবীণ মানুষ কি স্নেহের বশবর্তী হয়ে এমনটা করতে পারেন না?”

বিতর্কিত ওই মহিলা চিকিৎসক নুসরতের কর্মজীবনে যোগ দেওয়া উচিত কি না, এই প্রশ্নে রাজ্যপাল স্পষ্ট জানান যে, তাঁর অবশ্যই চাকরিতে যোগ দেওয়া উচিত। বিষয়টিকে বেশি দূর না টেনে সুস্থ পরিবেশে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, এই ঘটনায় যখন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ওই মহিলাকে বড় অঙ্কের বেতন ও পছন্দের পোস্টিংয়ের টোপ দিচ্ছেন, তখন রাজ্যপালের এই মন্তব্য নীতীশ কুমারের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।