কালোমেঘ পাতার অসাধারণ কিছু গুনাগুন সম্পর্কে জেনেনিন

কালোমেঘ পাতাটা নিশ্চই চেনা আছে। অনেক বাড়িতেই এই গাছ দেখতে পাওয়া যায়।কালমেঘ পাতা খুবই উপকারী। এটি একটি ভেষজ উদ্ভিদ। কালমেঘ বা এন্ড্রোগ্রাফিস জল চুলাটা, যার উল্লেখ প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে পাওয়া যায়। এর নিয়মিত সেবন নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে।সুন্ তাহলে জেনে নেয়া যাক এর কিছু অসাধারণ গুনাগুন-

১-ক্যানসার থেকে মুক্তি পাওয়ার জন্য কালোমেঘের তুলনা হয় না। কারণ, কালোমেঘের পাতা রস করে খেলে ক্যান্সারের কোষগুলি বাড়তে দেয় না।

২-এই গাছের পাতা সিদ্ধ করে কোনো ক্ষতস্থানে লাগিয়ে দিলে খুব শীঘ্রই ভালো হয়ে যায়।

৩- কোষ্ঠ্যকাঠিন্য হলে এই পাতার রস প্রতিদিন সকালে খান। দেখবেন কমে যাবে।

৪-এই পাতা গরম জলে মিশিয়ে ছেকে খেলে জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথা-গলা বসে যাওয়া থেকে সহজেই ভালো করে তোলে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy