‘এশিয়ায় নিজেদের প্রমাণ করতে চাই’, চ্যাম্পিয়ন্স লিগের আগে মোহনবাগান কোচের মুখে অন্য লড়াইয়ের বার্তা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে নিজেদের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের শক্তিশালী দল আহাল এফকে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল সাজানো নিয়ে ধোঁয়াশায় রয়েছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দলে ভালো ফুটবলারের আধিক্যই তার প্রধান দুশ্চিন্তার কারণ।
দল ও কৌশল
এই ম্যাচে মোহনবাগান ক’জন বিদেশি নিয়ে খেলবে, তা নিয়ে কোচ ধোঁয়াশা বজায় রেখেছেন। তবে চোটের কারণে মনবীর সিং যে দলের সঙ্গে নেই, তা নিশ্চিত। অনুশীলনে মোলিনা মূলত তিন বিদেশি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন, রবসন রবিনহো এবং জেসন কামিংসকে নিয়ে আক্রমণ সাজিয়েছেন। এছাড়া, ডিফেন্সে দুই বিদেশি আলবার্তো রড্রিগেজ ও টম অলড্রেডকে পরীক্ষা করার পাশাপাশি তিনি মেহেতাব সিংকেও দেখে নিয়েছেন। নবাগত অভিষেক সিং-এর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোচ হোসে মোলিনা বলেন, “আমরা শুধু ভারতে নয়, এশিয়াতেও নিজেদের প্রমাণ করতে চাই। আর সেটা প্রমাণের সেরা সুযোগ এটাই।” ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে হারের পর এই প্রথম মাঠে নামছে মোহনবাগান। এই ম্যাচটি দলের জন্য একটি নতুন চ্যালেঞ্জ।
সমর্থকদের জন্য বিশেষ পরিষেবা
মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকদের সুবিধার্থে বিশেষ যাতায়াত পরিষেবার ব্যবস্থা করেছে। ম্যাচ যেহেতু সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে, তাই খেলা শেষে সমর্থকদের বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রো, বাস এবং ফেরি পরিষেবা চালু থাকবে। সল্টলেক স্টেডিয়াম থেকে হাওড়া যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে। এছাড়া বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এবং খেলা শেষে রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা থাকবে। বাবুঘাট ও আহিরীটোলা লঞ্চ ঘাট থেকে ফেরি পরিষেবাও পাওয়া যাবে।