কলকাতা ফের লজ্জায়, বন্ধুর বার্থডে পার্টিতে গণধর্ষণের শিকার তরুণী, শহরজুড়ে শোরগোল

শহরের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন। এবার গণধর্ষণের অভিযোগ উঠল হরিদেবপুরে। বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন ২০ বছরের এক তরুণী। এই ঘটনায় ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত অভিযুক্ত দুই যুবককেই ধরা যায়নি। এই ঘটনায় গোটা এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কী ঘটেছিল সেই রাতে?
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় এক বন্ধুর ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। তরুণীর অভিযোগ, তাঁর এক বন্ধু তাঁকে অন্য আরেক বন্ধুর বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই তাঁদের উপর পাশবিক অত্যাচার চালানো হয়। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর দীর্ঘক্ষণ ধরে তাঁর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি।
পুলিশের তৎপরতা
কোনোরকমে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে তরুণী তাঁর পরিবারের সদস্যদের সবটা খুলে বলেন। এরপর পরিবারের সঙ্গে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। একইসাথে তরুণীর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ। এই মুহূর্তে পলাতক দুই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।
শহরের নারী নিরাপত্তা কি সত্যিই প্রশ্নের মুখে?
এই ঘটনায় আবারও শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র কিছুদিন আগেই আরজি কর এবং কসবা কাণ্ডের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সেইসব ঘটনায় অভিযুক্তরা ধরা পড়লেও, এবারের ঘটনায় এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। এই ঘটনা কি শহরের নারী সুরক্ষার বেহাল দশার আরেকটা উদাহরণ? এই প্রশ্নই এখন ঘুরে ফিরছে সকলের মুখে।