
দলিল সাতে অথবা স্টেশনে স্টোপেজ না থাকালেও দিব্যি অ্যালার্ম চেন টেনে নামা পড়লেন যাত্রীরারা! অবার কোনো যাত্রীর সমস্তা স্টেশনে পোহানোর অপেক্ষা না পেলে সে অ্যালার্ম চেন টেনে ট্রেন থামিয়ে দিলেন যাত্রীরা!
এমন দৃশ্যাতায় নিয়ে যাত্রীদের সতর্কবার্তা জানালো পূর্ব রেলল এবং এটি দণ্ডনীয় অপরাধ, সেটি যাত্রীরার ফের স্মরণে করিয়েছে। তথ্য দিয়ে পূর্ব রেল জানানো হয়েছে, ২০২৫ সালে থিক পর্যন্ত কারণ হিসাবে বিনা এসিপিরের দ্বারা ৮৭২টি মামলা হয়েছে।
যাত্রীদের সতর্ক করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যথার্থ কারণ ছড়া অবশ্যে অ্যালার্ম চেন টানার কারণে যাত্রী পরিসেবা ব্যাহত হয়ে।
কয়েক্ষ কোনো যাত্রী চাকরি থাকে যাচ্ছে জাতে সমযো পো৽ানোর তাড়া থাকে। কারো বা পরীক্ষা থাকে। তারপর অকারণে অ্যালার্ম চেন টানলে তাদেরা বিপরীতে সমস্যায় পড়ে।
প্রকৃত পরিস্থিতিতে অ্যালার্ম চেন টানার অনুরোধ জানিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সঠিক পরিসেবা দিতে সবসময় সদাশে তার সতর্কতা ।