OMG! ২ বছরের সম্পর্ক সত্ত্বেও অন্য যুবকের সাথে প্রেম, প্রেমিকের পেটে ছুরি ঢুকিয়ে দিল প্রেমিকা

ঝাড়খণ্ডের হুন্ডা জেলার এক শ্রমিককে তার প্রেমিকা ধারালো চাকু দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে রায়গঞ্জের একটি জুট মিলে।
৩৮ বছর বয়সী ফাগু সেন নামে ওই শ্রমিক ঝুমা দত্ত নামে এক যুবতীর সঙ্গে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ঝুমা ওই জুট মিলেই কর্মরত। সম্প্রতি ঝুমার অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
রবিবার রাতে ফাগু ঝুমা ও তার নতুন প্রেমিককে একসঙ্গে দেখে ফেলে। ফাগু এর প্রতিবাদ করলে ঝুমা তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ফাগু। স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফাগু বর্তমানে হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন।
ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঝুমা পলাতক বলে জানা গেছে।
এই প্রসঙ্গে জখম ফাগু সেন বলেন,“গত দু’বছর যাবৎ ঝুমা দত্তের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। দিন কয়েক যাবৎ অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আমি সেই বিষয়ে প্রতিবাদ করাতে পকেট থেকে চাকু বের করে আচমকাই আমার পেটে ঢুকিয়ে দেয়।”