১৬ মাস ধরে প্রেগন্যান্ট থাকার বিশ্বরেকর্ড গড়লেন সোনাক্ষী সিনহা! ব্যাপারটা কী

শিরোনাম দেখে নিশ্চয়ই চমকে গিয়েছেন! ভাবছেন এ আবার কেমন কাণ্ড! সদ্য বিবাহিতা সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা হয়ে কীভাবে রেকর্ড গড়লেন? তবে ব্যাপারটা গোলমেলে হওয়ার আগে আসল খবরে আসা যাক—পুরো ঘটনাই আসলে বলিউড গুঞ্জনের ফাঁপর।

সম্প্রতি স্বামী জাহির ইকবালকে নিয়ে একটি ফ্যাশন ইভেন্টে হাজির হয়েছিলেন বলিউডের ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁকে সেখানে দেখা গিয়েছিল জমকালো একটি আনারকলিতে। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময়ই ঘটল যত বিপত্তি।

ঠিক যেন বেবি বাম্প ঢাকতে চেয়েছিলেন, এমন ভঙ্গিতে সোনাক্ষী তাঁর পেটের জায়গায় হাত দিয়ে ছবি তুললেন। ব্যস! ছবি নেটমাধ্যমে আসতেই সঙ্গে সঙ্গে রটে গেল—সোনাক্ষী নাকি প্রেগন্যান্ট! বিয়ের কয়েক মাসের মধ্যেই এই খবর ভাইরাল হতেই আর চুপ করে থাকতে পারলেন না অভিনেত্রী। পুরো গুঞ্জনটি নিয়ে চরম মস্করা করে যা লিখলেন, তা নিয়ে এখন সোশাল মিডিয়ায় ঝড়।

নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে সোনাক্ষী সিনহা সরাসরি লেখেন, “মানব সভ্যতার ইতিহাসে দীর্ঘদিন ধরে অন্তঃসত্ত্বা থাকার রেকর্ড করলাম। ১৬ মাস চলছে…”

এখানেই শেষ করেননি তিনি। মজা করে আরও লেখেন, “ক্যামেরার সামনে সাধারণ একটু পোজ দিয়েছিলাম। এর বেশি কিছু নয়। তাতেই এসব গুঞ্জন। সবাইকে দীপাবলির শুভেচ্ছা…”

প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিয়ে হয় সোনাক্ষীর। বিয়ের কয়েক মাস কাটতেই তাঁকে ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রথমবার ছড়িয়েছিল। তখন সেই খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছিলেন সোনাক্ষী। তখন স্পষ্ট বলেছিলেন, অন্তঃসত্ত্বা নয়, বরং ওজন বাড়ার কারণেই তাঁকে এমন দেখাচ্ছে। তবে সেই থেকে শুরু। সামান্য শারীরিক পরিবর্তন বা পোশাকে একটু ঢিলেঢালা ভাব দেখলেই চার মাসের মধ্যে তাঁকে নিয়ে বারবার মা হওয়ার খবর রটেছে! আর তাই এবার গুঞ্জনের জবাবে সপাটে ছক্কা হাঁকালেন সোনাক্ষী।