বিলুপ্ত এডাক্স হরিণের শাবক জন্ম নেওয়ায় উচ্ছ্বাস অবাক করল পৃথিবীকে

প্রায় বিলুপ্ত হতে বসা এডাক্স হরিণের একটি শাবক জন্ম নিয়েছে, যা অনেকের মনেই আশার আলো জাগিয়েছে। দুর্বল পায়ে দাঁড়ানো এই ছোট্ট শাবকটি যেন বিশ্বকে জানান দিচ্ছে যে, এই প্রজাতি এখনো টিকে আছে।

নতুন অতিথির জন্ম
কানসাসের রোলিং হিলস চিড়িয়াখানায় মা ফেলিসিটি ও বাবা আয়াক্সের ঘরে জন্ম নিয়েছে এই বিরল সাদা হরিণ শাবকটি। ২০২৩ সালের পর এই জুটি আবার বাবা-মা হলো। চিড়িয়াখানায় সবুজ ঘাস ও গাছপালায় ঘেরা একটি অংশে তারা নতুন অতিথির সঙ্গে সময় কাটাচ্ছে। এই শাবকটিকে দেখতে এখন চিড়িয়াখানায় প্রচুর ভিড় জমাচ্ছেন দর্শকরা।

এডাক্স হরিণ প্রজাতির বিপদ
একসময় সাহারা মরু অঞ্চলে এডাক্স হরিণের অবাধ বিচরণ ছিল, কিন্তু নির্বিচারে শিকারের কারণে এদের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। এখন এরা পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। তাই এই বিরল হরিণ শাবকের জন্ম শুধু চিড়িয়াখানার জন্যই নয়, বরং সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। এটি প্রমাণ করে যে, সঠিক পদক্ষেপ নিলে বিপন্ন প্রজাতিদেরও বাঁচিয়ে রাখা সম্ভব।