“মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্মের তালিকা সব আমার কাছে আছে”! সব ফাঁস করব’ রুদ্রমূর্তিতে শুভেন্দু

ইতিহাসের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে উল্লেখ করা নিয়ে রাজ্যজুড়ে ছড়িয়েছে প্রবল বিতর্ক। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

শুভেন্দুর কটাক্ষ, “এই সরকার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে। যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের সন্ত্রাসবাদী বলা একমাত্র তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গেই সম্ভব।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্মের তালিকা আমার কাছে আছে। সময় এলেই একে একে সব তথ্য জনসমক্ষে আনব।”

সম্প্রতি রাজ্যের একটি স্কুল বোর্ডের ইতিহাস পরীক্ষার প্রশ্নে উল্লেখ করা হয়, “নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে’ যুক্ত ছিলেন?” প্রশ্নটি ঘিরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। ইতিহাসবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ— সকলেই প্রশ্ন তোলেন, “বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা কি ইতিহাসের বিকৃতি নয়?”

শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন,“মুখ্যমন্ত্রী কি নিজে এই প্রশ্ন দেখেননি? না কি ইচ্ছাকৃতভাবে দেশপ্রেমিক বিপ্লবীদের অপমান করা হচ্ছে? স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এতটুকু শ্রদ্ধাও নেই এই সরকারের?”

তিনি দাবি করেন, এই ঘটনাই প্রমাণ করে রাজ্যে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত শিক্ষাব্যবস্থা চালু হয়েছে।”

এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠন এবং সমাজকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রকের তরফে প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়া নিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হলেও, বিরোধীদের অভিযোগ, “প্রশ্ন তৈরি হওয়ার আগে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে।”

শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন,“এটা প্রথম নয়। তৃণমূল সরকার ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতি সবকিছু বিকৃত করছে। আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে নামব। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।”

স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া প্রশ্ন ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। শুভেন্দুর মন্তব্য আরও তাপ বাড়াল এই বিতর্কে। এবার দেখার, মুখ্যমন্ত্রী কী প্রতিক্রিয়া দেন এই ইস্যুতে।