দুবাইয়ে iPhone এত সস্তা! প্লেনে গিয়ে কিনে আনলেও টাকা বাঁচছে, কীভাবে?

সম্প্রতি অ্যাপল লঞ্চ করেছে নতুন iPhone 17 সিরিজ। ভারতে iPhone 17 Pro-র দাম অনেকটাই বেশি হলেও, সাধারণ iPhone 17 মডেলটি ৮২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে অনেকেই বলছেন, বিদেশ থেকে আইফোন কিনলে তা ভারতে কেনার চেয়ে অনেক সস্তা হতে পারে। বিশেষ করে দুবাই বা হংকংয়ের মতো জায়গা থেকে। কিন্তু কেন এমন হয়, আর খরচসহ কতটা সাশ্রয় হবে, চলুন দেখে নেওয়া যাক।
দুবাইয়ে আইফোন কিনলে কতটা সাশ্রয়?
ভারতে আইফোনের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি হওয়ার কারণ হলো, শুল্ক ও অন্যান্য কর। উদাহরণ হিসেবে, ভারতে iPhone 17 Pro Max-এর দাম ১,৪৯,৯০০ টাকা। কিন্তু দুবাইয়ে এর দাম ৫০৯৯ AED, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,২২,৫০০ টাকা।
- সাশ্রয়: দুবাই থেকে কিনলে আপনি প্রায় ২৭,৪০০ টাকা সাশ্রয় করতে পারবেন।
যাতায়াতের খরচ ধরেও কি লাভ?
আপনার মনে প্রশ্ন আসতে পারে, শুধু আইফোন কেনার জন্য দুবাই যাতায়াতে খরচ করলে তো এই সাশ্রয় কাজে আসবে না। কিন্তু হিসাবটা অন্যরকম। যদি আপনি দিল্লি থেকে দুবাইয়ে গিয়ে আইফোন কিনে ফিরে আসেন, তাহলেও আপনার কিছু টাকা বাঁচতে পারে।
- ফ্লাইট খরচ: একটি জনপ্রিয় ট্র্যাভেল সাইট অনুসারে, ১৯ সেপ্টেম্বর দিল্লি থেকে দুবাইয়ে যাওয়া-আসার প্লেনের টিকিট প্রায় ২২,৬১৯ টাকা।
- হিসাব: যদি আপনার সাশ্রয় হওয়া ২৭,৪০০ টাকা থেকে প্লেনের খরচ বাদ দেন, তাহলে এখনও আপনার কাছে ৪,৮০০ টাকা বেঁচে যাবে।
এরকম আরও কয়েকটি দেশ রয়েছে, যেখানে আইফোন ভারতের চেয়ে সস্তা। যেমন হংকংয়ে iPhone 17 Pro Max ভারতের চেয়ে প্রায় ৩৪,৩০০ টাকা কম দামে পাওয়া যায়।
তবে, বিদেশ থেকে ফোন কিনে আনার সময় শুল্কের নিয়ম সম্পর্কে সচেতন থাকা জরুরি। দেশের বাইরে থেকে আনা কিছু পণ্যে নির্দিষ্ট শুল্ক দিতে হতে পারে। কিন্তু এই হিসাব বলছে, সব খরচ যোগ করেও বিদেশি বাজার থেকে আইফোন কেনা আপনার জন্য লাভজনক হতে পারে।