JIO শুরু করলো 5G ট্রায়াল, মিললো দুর্দান্ত পজেটিভ রেসাল্ট

ভারতের অন্যতম টেলিকম সংস্থা জিও এবার চীনা সংস্থা শাওমির সাথে যৌথ উদ্যোগে শুরু করতে চলেছে ৫ জি ট্রায়াল। জানাগেছে সাইমি কে ৫০ আইফোনের উপর করা হবে এই ট্রায়াল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এর আগে বেশ কয়েকবার ওই ফোনের উপর ট্রায়াল করা হয়েছে পাওয়া গেছে দুর্দান্ত ফলাফল। সেই সাথে স্মার্টফোনের পারফরম্যান্সও হয়েছে ভালো।

এই প্রসঙ্গে শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার জানিয়েছেন যে দেশের গ্রাহকদের সুবিধের জন্য চালু করা হচ্ছে এই প্রযুক্তি। এবং আগামী দিনে করা হবে আরও উন্নতি।

প্রসঙ্গত, উন্নত প্রযুক্তিউর সাথে তাল রেখে আগামী ১৫ অগাস্ট দেশে শুরু হতে পারে 5G পরিষেবা। মনে করা হচ্ছে এই প্রযুক্তি চালু হলে আরও বাড়বে ইন্টারনেট গতি। ফলে দ্রুত হবে ডিজিটাল প্রযুক্তির কাজ।