OMG! খাটো মেয়ের সঙ্গে প্রেম করলেই মিলবে ৬ সুবিধা!

জানেন কি প্রেমিকা হিসেবে খাটো মেয়েরা বেশি ভাল। আপনার প্রেমিকা যদি খাটো হয় তাহলে অনেক রকম সুবিধা পেতে পারেন। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনার ভাবনা কী? কেমন সঙ্গী চান? অনেকেই ক্যারিয়ার নিয়ে যতটা ভাবেন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তেমন ভাবেন না৷ অনেকে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্যকেই প্রাধান্য দিয়ে থাকেন।

প্রেমিকা খাটো হলে কী কী সুবিধা পাবেন তা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. জড়িয়ে ধরার ‘অসাধারণ’ অনুভূতি

ভালবাসার মানুষকে জড়িয়ে ধরা অন্য রকম এক অনুভূতি। সেক্ষেত্রে প্রেমিকা যদি খাটো হয় তাকে বুকের মাঝে জড়িয়ে ধরা সহজ। সেই সঙ্গে তার কপালেও চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন।

২. উঁচু হিল পড়লে আকর্ষণীয় লাগে

সব ছেলেই চায় তার প্রেমিকা অন্যদের চেয়ে ভিন্ন হোক। আর খাটো মেয়েরা যখন উঁচু হিল পড়েন তখন তাদের আরও বেশি সুন্দর লাগে।

৩. সম্পর্ক নিয়ে বেশি সচেতন

খাটো মেয়েরা সম্পর্ক নিয়ে অনেক সচেতন হয়। খাটো জানার পরও প্রেমিক তাকে ভালবাসে এই বিষয়টি তারা খুব পছন্দ করে। তাই খাটো মেয়েরা সম্পর্ক ধরে রাখতে বেশি পারদর্শী।

৪. বয়সে কম দেখায়

মেয়েদের সাধারণ বয়সের তুলনায় একটু বেশি বড় দেখায়। তবে খাটো মেয়েদের ক্ষেত্রে তা ভিন্ন। খাটো মেয়েদের বয়সের তুলনায় অনেকটাই ছোট লাগে। তাই এমন প্রেমিকাকে হাতছাড়া করতে চাইবেন না কোনো পুরুষ।

৫. রেগে গেলে চমৎকার দেখায়:-

রাগ করলে খাটো মেয়েদের মুখভঙ্গি দেখার মতো হয়। তাদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে। তাই বলে লম্বা মেয়েদের রাগ করলে খারাপ দেখায় তা কিন্তু নয়।

৬. অর্থ কম খরচ হয়:-

খাটো মেয়েদের খাবারের প্রতি আগ্রহ কম। তাই এমন প্রেমিকাকে নিয়ে ডেটে গেলে রেস্টুরেন্টের বিল নিয়ে ভাবতে হবে না।
TS

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy