অসাধারণ স্বাদ, একবার খেলে চাইবেন বার বার! মচমচে ডালের বড়া তৈরির রেসিপি জেনেনিন
March 14, 2024

একটু ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন মসুর ডালের সুস্বাদু বড়া। এটি তৈরি করাও বেশ সহজ, আর খেতেও বেশ মজাদার। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. মুসুর ডাল আধা কাপ
২. ভাজার জন্য তেল পরিমাণমতো
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ৩-৪টি
৬. আদা-রসুন পেস্ট দেড় চা চামচ
৭. হলুদ মরিচ গুঁড়া আধা চা চামচ
৮. গরম মসলা আধা চা চামচ
৯. লবণ পরিমাণমতো
পদ্ধতি
প্রথমে মসুর ডাল জলে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর শিল পাটায় বেটে বা ব্লেন্ড করে নিন। তারপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মেখে খামির তৈরি করে নিন।