এখন মাত্র ১৫ মিনিটেই দূর করুন বগলের কালো দাগ, জেনেনিন এর সহজ পদ্ধতি
December 22, 2023

বগলের কালো দাগ নিয়ে বিরক্তের শেষ নেই। এই দাগের কারণে সৌন্দর্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতেও। তাইতো এই দাগ থেকে পরিত্রাণ পেতে কত কি না করেন।
কিন্তু জানেন কি, মাত্র ১৫ মিনিটেই এই বিচ্ছিরি দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাও খুব সহজ একটি উপায়ে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-
তৈরি ও ব্যবহার পদ্ধতি
একটি পাত্রে দুই টেবিল চামচ বেকিং সোডা, এক টেবিল চামচ কাঁচা দুধ, এক টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি বগলের কালো অংশে ভালো ভাবে লাগিয়ে নিন। এভাবে ১৫ মিনিট রাখুন।
১৫ মিনিট পর সেই অংশে একটি লেবুর টুকরো দিয়ে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করুন। এবার জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন প্রথমবারই পার্থক্য চোখে পড়বে। সপ্তাহে মাত্র ২ থেকে ৩ দিন ব্যবহারেই বগলের কালো দাগ থেকে মুক্তি পাবেন চিরতরে।